আসুন আমরা কুরআন শিখি, ইহকাল-পরকাল উজ্জ্বল করি।



"প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"
মৃত্যু পরবর্তি জীবনে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা বয়সের সাথে সাথে মনের ভেতর জেকে বসছে।

কুরআন শেখা ফরজ। তেলাওয়াত উদ্দেশ্য নয়, কুরআন পড়ে মর্মার্থ উপলব্ধি করা। এটা বাচ্চাদের শেখানো এবং নিজে শেখা ফরজ। এই ফরজ ঠিক-ঠাক মত আদায় করতে পারলে ইনশা আল্লাহ কুরআনের সমাজ গঠনের কাজ অনেকখানি এগিয়ে যাবে।

আসুন আমরা কুরআন শিখি, ইহকাল-পরকাল উজ্জ্বল করি।

Saturday, September 6, 2014

Sura Fatiha..সুরা ফাতিহা


নামাজে যে সুরাটি না পড়লে নামাজ হয়না সেটি হচ্ছে সুরা ফাতিহা। প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হয়, এজন্য একে সুরাতুস সালাত বলা হয়।

এখানে সুরা ফাতিহার প্রথম আয়াতাংশ আমরা শিখব। আয়াত হচ্ছে- الْحَمْدُ لِلَّـهِ رَ‌بِّ الْعَالَمِينَ (আলহামদু লিল্লাহি রব্বিল আ'লামীন।)
অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, (যিনি) সমস্ত আলম(বিশ্ব)-এর রব বা প্রতিপালক।

الْحَمْدُ (আলহামদু)- الْ (আল) অর্থ সমস্ত, حَمْدُ (হামদু) অর্থ প্রশংসা। বাক্যের মধ্যে শব্দের শেষ হরফে (دُ) পেশ হলে সেটা কর্তৃবাচক বা فاعل (ফায়েল) বা উদ্দেশ্য বা مبتدا (মুবতাদা) হয়। এখানে শব্দের প্রথমে الْ(আল) আছে এবং শব্দের শেষের হরফে 'ু' আছে, এ শব্দটা ক্রিয়া বা فعل (ফেয়ল) নয় বরং নামবাচক শব্দ বা إسم (ইসিম) অথবা ক্রিয়ামূল বা إسم مصدر (ইসমি মাসদার) ধরা যায়, আবার এটা বিশেষন বা গুনবাচক শব্দ বা إسم صفة (ইসমি সিফাত)। সুতরাং এ "আলহামদু লিল্লাহি রব্বিল আ'লামীন" বাক্যটিকে جملة إسمية (জুমলা ইসমিয়াহ) বা নামবাচক বাক্য বলা হয়।
আপনারা কুরআনে যেখানে الْحَمْدُ "আলহামদু" শব্দটি পাবেন, তার অর্থ "যাবতীয়/সমস্ত প্রশংসা" বলতে পারবেন।

الْ আল- শব্দটির কমপক্ষে দুটো অর্থ। এক. নির্দিষ্ট করা(টি,টা,খানা,খানী) দুই. সমস্ত বা যাবতীয়। "হামদ" শব্দের আগে الْ "আল" বসে, এর অর্থ করে- য়ত ধরনের প্রশংসা হতে পারে তা এতে প্রযোজ্য।

কুরআনে আরেক آل "আাাল" আছে, যার অর্থ- পরিবার, বংশ। যেমন- آل عمران আাালে ইমরান (ইমরানের পরিবার বা বংশ)। এই আালে শব্দের "আলিফে"র ওপর একটি ممدودة(মামদুদাহ) চিহ্ন আছে। এজন্য আলিফকে একটু টেনে উচ্চারণ করতে হয়।

এখন এপর্যন্ত। এটুকু ধীরস্থিরভাবে কয়েকবার পড়ুন এবং হৃদয়ে গেঁথে নিন। আশাকরি ভাল লাগবে, কুরআন পড়ার মজা অবশ্যই আগামিতে পাবেন, ইনশা আল্লাহ।

No comments:

Post a Comment