আসুন আমরা কুরআন শিখি, ইহকাল-পরকাল উজ্জ্বল করি।



"প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"
মৃত্যু পরবর্তি জীবনে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা বয়সের সাথে সাথে মনের ভেতর জেকে বসছে।

কুরআন শেখা ফরজ। তেলাওয়াত উদ্দেশ্য নয়, কুরআন পড়ে মর্মার্থ উপলব্ধি করা। এটা বাচ্চাদের শেখানো এবং নিজে শেখা ফরজ। এই ফরজ ঠিক-ঠাক মত আদায় করতে পারলে ইনশা আল্লাহ কুরআনের সমাজ গঠনের কাজ অনেকখানি এগিয়ে যাবে।

আসুন আমরা কুরআন শিখি, ইহকাল-পরকাল উজ্জ্বল করি।

Monday, July 1, 2013

দরস- এক

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

Bismillahir rahmanir rahim

بسم الله الرحمن الرحيم

Bismillahir rahmanir rahim, style- Naskh

بسم = ب+اسم --------- with name. নামে ....... ب- with,সাথে/এ   اسم- name, নাম
الله -------------------- Allah আল্লাহ
الرحمن ---------------- Merciful (for all) দয়ালু (সবাইকে সাধারণভাবে দয়া করেন)
 الرحيم ---------------- Merciful (for special) দয়ালু (বিশেষভাবে কাউকে দয়া করেন)


No comments:

Post a Comment